মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা ও ভোলার চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন চারজন। গতকাল এ ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর-

টাঙ্গাইল : কালিহাতীতে ওয়াইফাই টাওয়ারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় মারা গেছে একটি গরুও। নিহত মহির উদ্দিন (৪২) উপজেলার দেউপুর বড়বাজুর পাড়ার শুক্কুর মাহমুদের ছেলে। এ ঘটনায় কালিহাতী থানায় মামলা হয়েছে। স্থানীয়রা জানান, রবিবার বিকালে ওয়াইফাই টাওয়ারে নিচে ঘাস খাওয়ার সময় গরুটি টাওয়ারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গরু উদ্ধার করতে মহির ছুটে গেলে তিনিও তারে জড়িয়ে পড়েন। ব্রাহ্মণবাড়িয়া : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অধীর দাস (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সরাইল উপজেলার ধরন্তী এলাকার একটি গ্যারেজে সকালে এ ঘটনা ঘটে। অধীর ধরন্তী গ্রামের দৌলতপাড়ার অনিল দাসের ছেলে।  সাতক্ষীরা : জেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে খুঁটি থেকে পড়ে মারা গেঠেন রফিকুল মোড়ল (২২) নামে এক শ্রমিক। সদর উপজেলার ধুলিহর এলাকায় বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া ভোলার চরফ্যাশনে আরিফ (১৯) নামে এক কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।

 

 

 

সর্বশেষ খবর