মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ভাঙচুর, আহত ৩০

মাগুরা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলার গঙ্গানন্দপুর বাজার ও মাধবপুর গ্রামে পৃথক সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। এ সময় উপজেলা নির্বাচনের জন্য স্থাপিত স্থানীয় আওয়ামী লীগের দুটি কার্যালয়সহ ১৭টি দোকান ভাঙচুর ও লুটপাট হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, এলাকার আধিপত্য নিয়ে রাজাপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম ও ইউপি সদস্য আব্দুল হালিম মোল্যার বিরোধ চলছে। রবিবার রাত ৮টার দিকে গঙ্গানন্দপুর বাজারে কাশেম সমর্থক বাকির সঙ্গে হালিম সমর্থক শফিকের বেঞ্চে বসা নিয়ে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ খবর জানাজানি হলে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ১৫ জন আহত হন। এদিকে উপজেলার মাধবপুর গ্রামে পাওনা টাকা নিয়ে রবিবার সন্ধ্যায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষ আহত হয়েছেন ১৫ জন। এদের মধ্যে ৬ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাবুখালী ইউপি সদস্য হিজবুল আলম জানান, মাধবপুর গ্রামের রিকাবুল ইসলামের কাছে কিছু টাকা পেত পার্শ্ববর্তী চর মহেশপুর গ্রামের আলী আহমেদ। এই টাকা আদায় নিয়ে রিকাবুলের সঙ্গে শনিবার রাতে হাতাহাতি হয় আলী আহমেদসহ অন্যদের। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে রবিবার সন্ধ্যায় রিকাবুল ও আলী আহমেদের সমর্থকদের মধ্যে কয়েক দফা হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

সর্বশেষ খবর