মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

উৎপাদন অব্যাহত রাখার দাবিতে সড়ক অবরোধ

আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন অব্যাহত রাখার দাবিতে গতকাল কারখানার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শ্রমিক-কর্মচারীরা। এ সময় কারখানা থেকে কমান্ড এরিয়াভুক্ত ৭ জেলায় এক ঘণ্টা সার সরবরাহ বন্ধ ছিল। আগামী ১১ এপ্রিল অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শ্রমিক-কর্মচারীরা। কর্তৃপক্ষ সিদ্ধান্ত বদল না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাঈফ উদ্দিন ফারুকী, হাজী মো. তৈমুর রহমান, জাহিদুর রহমান প্রমুখ। শ্রমিক-কর্মচারীরা জানান, দীর্ঘদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকায় উৎপাদন বন্ধ ছিল। বর্তমানে এলএনজি গ্যাস চালুর পর গ্যাসের সংকট নেই। চলতি অর্থবছরে বিসিআইসি কর্তৃপক্ষ  দেড় লাখ মেট্রিক টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়। এ পর্যন্ত  উৎপাদন হয় ১ লাখ ১৬ হাজার মেট্রিক টন ইউরিয়া সার। লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার বাকি রয়েছে আরও ৩৪ মেট্রিক টন। এমন অবস্থায় ১৫ এপ্রিল থেকে কারখানার কুলিং টাওয়ারসহ বিভিন্ন প্লান্টের যন্ত্রাংশ মেরামত করতে আড়াই মাসের জন্য উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর