বুধবার, ১০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

কুমিল্লা ইপিজেডের আগুনে ক্ষতি ২৫০ কোটি টাকা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ইপিজেডের আগুনে ক্ষতি ২৫০ কোটি টাকা

দাউ দাউ করে জ্বলছে আরএন স্পিনিং মিল। সোমবার রাতে তোলা ছবি

কুমিল্লা ইপিজেডের আরএন স্পিনিং মিলের আগুন আট ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নিভে গতকাল দুপুরের দিকে। পুড়ে গেছে মিলের ৯৫ ভাগ। ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে প্রায় ২৫০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি (বেপজা) সূত্র জানায়, কারখানাটিতে এক হাজার ২০০ শ্রমিক কর্মরত ছিলেন। অগ্নিকান্ডে কোনো শ্রমিক হাতহত হননি। তিনি বলেন, সোমবার রাত সাড়ে ৯টায় আগুনের সূত্রপাত হয়ে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ অংশ নেয়। মঙ্গলবার ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র কুমিল্লার সহকারী পরিচালক রতন কুমার নাথ জানান, স্টিলের অবকাঠামো দিয়ে তৈরি ওই স্পিনিং মিলে প্রচুর পরিমাণ সুতা ও তুলা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মঙ্গলবার ভোর ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে। তবে কারখানার মালামালের ভেতর জ্বলতে থাকা আগুন নেভাতে দুপুর পর্যন্ত সময় লাগে। কুমিল্লা ইপিজেডের বেপজার সোশ্যাল কাউন্সিলর সোহেল মিয়া জানান, ২০০৭ সালে আরএন স্পিনিং কারখানাটি কাজ শুরু করে। ১২০০ শ্রমিক কারখানাটিতে কর্মরত ছিলেন। মোট চারটি শিফটে কাজ করতেন শ্রমিকরা। বিকাল ৫টায় জেনারেল শিফটের পর সোমবার রাত ৯টায় আরেকটি শিফটের কাজ শেষ হওয়ার পর শ্রমিকরা বের হচ্ছিলেন-এমন সময় আগুনের সূত্রপাত হয়। কোনো শ্রমিক-কর্মচারীর আহত না হলেও আগুনে মিলের মেশিনপত্র, মালামাল ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

সুতা এবং তুলার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ র‌্যাব ও পুলিশের কর্মকর্তারা গভীর রাত পর্যন্ত ঘটনাস্থলে থেকে আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি তদারকি করেছেন।

সর্বশেষ খবর