বুধবার, ১০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না

সুবর্ণচরের গণধর্ষণ নিয়ে জরুরি সভা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে একাধিক গণধর্ষণের ঘটনার পরিপ্রক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত জরুরি সভা করছে উপজেলা প্রশাসন। পরিষদ মিলনায়তনে মঙ্গলবার এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ওয়াদুদ। বক্তৃতা করেন খায়রুল আনম চৌধুরী সেলিম, শাহেদ উদ্দিন প্রমুখ। জেলা প্রশাসক বলেন, ধর্ষণের ঘটনা দেশবাসীর কাছে জেলার ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এর সামনে বা পেছনে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এ সব ঘটনার সঙ্গে সঙ্গে মাঠ প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বা জনপ্রতিনিধিরা জেলা প্রশাসককে জানানোর কথা থাকলেও তারা তা না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে দায়িত্বে অবহেলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন। বক্তারা ধর্ষণের ঘটনার পিছনের কারণ খতিয়ে দেখার জন্য গোয়েন্দা সংস্থার প্রতি আহ্বান জানান। যে কারণেই এ সব ঘটছে তা খুঁজে বের করে জড়িতদের শাস্তিরও দাবি জানানো হয়।

সর্বশেষ খবর