বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বঙ্গবন্ধু অ্যাপ তৈরি করল ছয় বছরের রাইশা

শেরপুর প্রতিনিধি

বঙ্গবন্ধু অ্যাপ তৈরি করল ছয় বছরের রাইশা

বঙ্গবন্ধু অ্যাপস তৈরিকারী রাইশা

বয়স মাত্র ছয় বছর। যে বয়সে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করার কথা, সে বয়সে রাইশা তৈরি করেছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ নামে একটি অ্যাপ যা ইতিমধ্যে প্লে স্টোরে রয়েছে। Download App http://tiny.cc/67vs4 এই অ্যাপটি ওপেন করলেই বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বেজে উঠবে। সেই সঙ্গে অ্যাপটিতে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কিছু তথ্য। প্রথম শ্রেণির ছাত্রী রাইশা রহমান মাত্র এক বছর বয়স থেকে কম্পিউটারের যে কোনো ভার্সনের উইন্ডোস অপারেট করতে পারত। তার এ প্রতিভা দেখে সবাই বিস্মিত হতো। রাইশা শেরপুর শহরের নবীনগর মহল্লার কামরুন্নাহার ও লুৎফর রহমান দম্পতির সন্তান। রাইশার সাফল্যে তাঁর মা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ট্রেইনার জোবায়ের হোসেন বলেন, ‘রাইসার ট্রেইনার হিসেবে আমি গর্ব বোধ করছি।’

সর্বশেষ খবর