বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

শুরু হলো নবাব ফয়জুন্নেছার বাড়ি সংস্কার কাজ

কুমিল্লা প্রতিনিধি

শুরু হলো নবাব ফয়জুন্নেছার বাড়ি সংস্কার কাজ

কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি। এ বাড়িটির সংস্কার কাজ শুরু হয়েছে গতকাল

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন প্রতœতত্ত্ব অধিদফতরের উদ্যোগে কুমিল্লার লাকসামের নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়িটি ‘ফয়জুন্নেছা স্মৃতি জাদুঘর’ হিসেবে চালু করার লক্ষ্যে সংস্কার-সংরক্ষণ কাজ শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর ও প্রতœতত্ত্ব অধিদফতরের (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) আঞ্চলিক পরিচালক ড. আতাউর রহমান আনুষ্ঠানিকভাবে সংস্কার কাজ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মো. সাদেকুজ্জামান, অধ্যাপক আবুল খায়ের, এ কে এম সাইফুল আলম প্রমুখ। উদ্বোধন শেষে অতিথিরা নবাব ফয়জুন্নেছার বাড়ি ও সমাধিস্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য, লাকসাম উপজেলায় নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়িটি ২০১৭ সালের ১৩ জুলাই সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন প্রতœতত্ত্ব অধিদফতরের নামে পুরাকীর্তি হিসেবে গেজেট আকারে প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৮-১৯ অর্থবছরে নবাব ফয়জুন্নেছা স্মৃতি জাদুঘর চালুকরণের লক্ষ্যে সংস্কার-সংরক্ষণ কাজ শুরু হলো।

সর্বশেষ খবর