শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
মোংলায় পশুর চ্যানেলে নৌযানডুবি

তিন শ্রমিকের লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

ঝড়ের কবলে পড়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলে দুটি নৌযান ডুবির ঘটনায় নিখোঁজ তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা গতকাল ক্রেন ড্রাইভার শাহ আলম শেখ (৫০), শ্রমিক জুয়েলের (৩৫) ও আব্দুল লতিফ (৩৫)। নৌবাহিনী জাহাজ বিএনএস অগ্রদূত সাইডস্ক্যান সোনার প্রযুক্তি ব্যবহার করে বন্দরের পশুর চ্যানেলের প্রায় ২০ মিটার পানির নিচে ডুবে যাওয়া লঞ্চ ও কার্গোর অবস্থান শনাক্তের পর ডুবে যাওয়া লঞ্চের ভেতর থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের মোংলা, বাগেরহাট ও খুলনার তিনটি ইউনিটসহ কোস্টগার্ড, নৌবাহিনী ও মোংলা বন্দর কর্তৃপক্ষের যৌথ দল উদ্ধার অভিযানে অংশ নেয়। যৌথ উদ্ধার অভিযানে নৌবাহিনীর জাহাজ বিএনএস অগ্রদূত ও বিএনএস তিস্তা অংশ নিয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ঝড়ের কবলে পড়ে পশুর চ্যানেলের বেসক্রিকে এমএল আকতার নামের একটি লঞ্চ ও এমবি হারড্ডা নামে সার বোঝাই বার্জ ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন তিনজন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর