শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

এক পলক

চেয়ারম্যানের ঘরে ভিজিএফের চাল

বরিশালের মেহেন্দিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ভিজিএফর ৯৫ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। পরে ঘর সিলগালা করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ কুমার রায়। চেয়ারম্যান মনির হোসেনের বাড়িতে ভিজিএফ’র চাল মজুদ আছে এমন খবরের ভিত্তিতে গতকাল এ অভিযান চালানো হয়।

-নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শিক্ষকের ওপর হামলা

কুমিল্লার চৌদ্দগ্রামে মাছ চুরিতে বাধা দেওয়ায় শিক্ষক আজাদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার সারপাটি গ্রামের এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে বুধবার চৌদ্দগ্রাম থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, একই গ্রামের আবুল কালাম ও তার ছেলে মোর্শেদ ৯ এপ্রিল রাতে আজাদের পুকুরের মাছ চুরি করতে যায়। তিনি বাধা দিলে তার ওপর হামলা চালায় এবং সঙ্গে থাকা ৪৮ হাজার টাকা নিয়ে যায়। পুলিশ জানায়, অভিযোগ পেয়েছি। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

-কুমিল্লা প্রতিনিধি

মেছো বাঘ উদ্ধার

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের চাঁনপুর গ্রাম থেকে গতকাল একটি মেছো বাঘ উদ্ধার করেছে এলাকাবাসী। পরে বাঘটি স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। বাগাট ইউনিয়ন চেয়ারম্যান মতিয়ার রহমান খান জানান, সকালে চাঁনপুর এলাকাবাসীর ধাওয়া খেয়ে মেছো বাঘটি গাছে উঠে যায়।

-ফরিদপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর