শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

স্কুলমাঠে নির্মাণ সামগ্রী মাক্স পরে ক্লাস

ফরিদপুর প্রতিনিধি

স্কুলমাঠে নির্মাণ সামগ্রী মাক্স পরে ক্লাস

শ্রেণিকক্ষে মাক্স পরে শিক্ষার্থীরা (উপরে), স্কুল মাঠে নির্মাণ সামগ্রী

ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী রেখে কাজ করায় স্কুলের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি দূষিত হচ্ছে পরিবেশ। ধুলা-বালি থেকে রক্ষায় মাক্স পরে ক্লাস করছে শিশুরা। দীর্ঘদিন ধরে মাঠে নির্মাণ সামগ্রী ইট, পাথর, বালু, মিক্সার মেশিন রাখায় অসুস্থ হয়ে পড়ছে তারা। ফলে কমে গেছে উপস্থিতি। বিষয়টি নিয়ে এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, আলফাডাঙ্গা-শিরগ্রাম সড়ক মেরামতের জন্য দীর্ঘদিন ধরে শিয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঠিকাদারী পাথর, বালু, বিটুমিনের ড্রাম, মিক্সার মেশিনসহ নির্মাণ সামগ্রী রেখে দিয়েছে। স্কুল মাঠেই প্রতিদিন বিটুমিন জ্বালানো হচ্ছে।

বিটুমিন জ্বালানো ও মিক্সার মেশিনের ধুলা-বালি এবং কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ছে বিদ্যালয়সহ আশপাশের এলাকা। স্কুলের জানালা-দরজা বন্ধ রেখে চালানো হচ্ছে পাঠদান। কোনো শিক্ষার্থী খেলার জন্য মাঠ ব্যবহার করতে পারে না। ফলে বিদ্যালয়ের উপস্থিতির হার হ্রাস পেয়েছে। যারা আসছে তাদের বেশির ভাগই মুখে মাক্স পরে ক্লাস করছে। একাধিক শিক্ষার্থী জানান, ধুলা-বালি আর ধোঁয়ার কারণে তাদের ক্লাস করতে কষ্ট হয়। তাছাড়া মাঠে খেলাধুলাও করতে পারছে না। কয়েকজন শিক্ষক জানান, নির্মাণ সামগ্রী রাখায় মাঠটি একেবারে নষ্ট হয়ে গেছে। একটি টিউবয়েলের পাকা স্থাপনাও ভেঙে ফেলা হয়েছে। এভাবে শিক্ষা কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়েছে। প্রধান শিক্ষক সুভাষ কুমার কুন্ডু বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই স্কুলমাঠে নির্মাণ সামগ্রী রেখে কাজ করা হচ্ছে।

সর্বশেষ খবর