রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

স্নানোৎসবে পুণ্যার্থীর ঢল

প্রতিদিন ডেস্ক

স্নানোৎসবে পুণ্যার্থীর ঢল

টাঙ্গাইলে গঙ্গাস্নানে পুণ্যার্থীর ঢল (বাঁয়ে), বান্দরবানে সাংগ্রাই’র বর্ণিল মঙ্গল শোভাযাত্রা -বাংলাদেশ প্রতিদিন

নানা আয়োজনে গতকাল দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের স্নানোৎসব। উৎসবে ভক্ত-পুণ্যার্থীর ঢল নামে। প্রতিনিধিদের পাঠানো খবর- টাঙ্গাইল : ভূঞাপুর উপজেলার গোবিন্দাসীর পুরাতন ঘাট খানুরবাড়ি যমুনা নদীতে স্নানোৎসবে শত শত পুণ্যার্থীর ঢল নামে। স্নান উপলক্ষে কমিটি পুণ্যার্থীদের সেবা দিতে বিভিন্ন ক্যাম্প স্থাপন করে। এসব ক্যাম্প থেকে রান্না করা খাবার, স্নানঘাটে কাপড় পাল্টানোর ব্যবস্থা ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়। পার্শ¦বর্তী জেলা সিরাজগঞ্জসহ বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্র্থীরা স্নান করতে যমুনা নদীতে আসেন। নাটোর : নলডাঙ্গা উপজেলায় দুটি স্থানে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী তিথীতে গঙ্গাস্নান উৎসবে ভক্ত পুণ্যার্থীদের মিলনমেলা হয়েছে। পাপমোচন পুণ্যের আশায় সকাল থেকে আশপাশের জেলা-উপজেলা থেকে হাজার হাজার পুণ্যার্থীর ঢল নামে সোনাপাতিল ও শ্যামনগর গ্রামের বারনই নদীর পাড়ে।

চাঁদপুর : বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জেলায় পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বনকারীদের অষ্টমী স্নান। ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত পুরানবাজার এলাকায় মেঘনা নদীতে অষ্টমী স্নানে হাজারো ভক্তের সমাগম ঘটে। বাবু সুভাষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাছির উদ্দিন আহমেদ। ধামরাই : ঢাকার ধামরাইয়ের চৌহাট রীষিপাড়ার বংশী নদীতে স্নানোৎসবে অংশ নেন দেশ-বিদেশের হাজারো ভক্ত। গতকাল ভোর ৪টা ১ মিনিট থেকে স্নানোৎসব শুরু হয়ে চলে সকাল ৮টা ৫৮ মিনিট পর্যন্ত।

 

সর্বশেষ খবর