রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রতিদিন ডেস্ক

বরগুনা, ঝিনাইদহ, রংপুর, টেকনাফ ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন। গতকাল এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- বরগুনা : আমতলী উপজেলার আমড়াগাছিয়ায় সড়ক দুর্ঘটনায় বেসরকারি সংস্থা উদ্দীপনের কুয়াকাটা শাখার ব্যবস্থাপক আল আমিন (৩০) নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী লামিয়া (২২)। আল আমিন পটুয়াখালী সদর উপজেলার হোসেন মিয়ার ছেলে। অন্যদিকে পাথরঘাটা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছেন যদুনাথ কীর্তনিয়া (৫৭) নামে এক পথচারী। ঝিনাইদহ : জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। শৈলকুপা উপজেলার কাতলাগাড়ী বাজারে ও খড়িখালি দাসপাড়া নামক স্থানে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অনীক হোসেন (৮) ও আনিসুর রহমান।

রংপুর : রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বলদিপুকুরে ট্রাকচাপায় গতকাল দ্বিজেন চন্দ্র নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। দ্বিজেন চন্দ্র বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি নীলফামারী। এদিকে জেলার পীরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে একটি বিয়ের বাস। এ ঘটনায় ৩৫ জন আহত হয়েছেন। ফরিদপুর : রাজবাড়ী শহরে ট্রাকচাপায় সুব্রত সরকার (৩৫) নামে এক প্রতিবন্ধী রিকশাচালক নিহত হয়েছেন। টেকনাফ : কক্সবাজারের টেকনাফে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে সাইফুল ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর