রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

৩ বছরেও মেরামত হয়নি সেতু ভোগান্তি দুই ইউনিয়নবাসীর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের উজিরপুর উপজেলা সীমান্তে ঝালকাঠি-উজিরপুরের মধ্যে দিয়ে প্রবাহিত কালীজিরা নদীর উপর ভেঙে পড়া সেতুটি তিন বছরেও মেরামত করা হয়নি। সেখানে নির্মিত হয়নি নতুন কোনো সেতুও। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন উজিরপুরের গুঠিয়া ও ঝালকাঠী গাভারামচন্দ্রপুর ইউনিয়নের ৫০ হাজার বাসিন্দা। গাভারামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান গোলাম মাওলা শেরওয়ানি জনদুর্ভোগের কথা স্বীকার করে বলেন, ‘ব্রিজটির ভেঙে পড়া অংশ অপসারণ এবং মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।’ ঝালকাঠি সদর উপজেলা প্রকৌশলী লুৎফর রহমান জানান, ব্রিজটির ভাঙা অংশ অপসারণ এবং মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। শীঘ্রই কাজ শুরু করা হবে। স্থানীয় বাসিন্দা সরদার সোহেল জানান, ১৯৯৬ সালে ঝালকাঠির সঙ্গে বরিশালের সীমান্তবর্তী উজিরপুর উপজেলার জনসাধারণের সহজ যাতায়াতের জন্য কোটি টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। তিন বছর আগে এক রাতে বড় নৌযানের ধাক্কায় সেতুর মাঝের অংশ ভেঙে পড়ে। আজ পর্যন্ত সেতুটি মেরামত কিংবা ভেঙে পড়া অংশ অপসারণ অথবা সেখানে নতুন ব্রীজ নির্মাণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

সর্বশেষ খবর