রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

পাঁচ উপস্বাস্থ্য কেন্দ্রের সব চিকিৎসকই প্রেষণে

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় উদ্বেগ

শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পাঁচটি উপস্বাস্থ্য কেন্দ্রের পাঁচজন চিকিৎসক, দুজন নার্স ও একজন চতুর্থ শ্রেণির কর্মচারী উপজেলার বাইরে প্রেষণে দায়িত্ব পালন করছেন। বেতন-ভাতা নিচ্ছেন এ উপজেলা থেকেই। এ নিয়ে গতকাল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সাত মাস পর অনুষ্ঠিত হয় এ সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও গাজীপুর-৩ আসনের এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। উদ্বেগের কথা জানিয়ে তিনি প্রেষণাদেশ বাতিলে মহাপরিচালক, উপ-পরিচালক, সচিব এমনকি মন্ত্রী পর্যায়ে যোগাযোগের ঘোষণা দেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মইনুল হক গত বছরের ১৫ আগস্ট অনুষ্ঠিত এ কমিটির মাসিক সভার কার্যবিবরণী পাঠ করেন। এ সময় তিনি হাসপাতালের ওইসব তথ্য উপস্থাপন করেন। তিনি জানান, উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে মেডিকেল অফিসার না থাকায় সাধারণ রোগীরাও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের দিকে ঝুঁকছেন। তিনি বলেন, উপজেলায় ৫২টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে এখনো ৩২টিতে বিদ্যুতের বিকল্প সৌরশক্তির সংযোগ লাগেনি। সভায় আরও বক্তৃতা করেন অ্যাড. শামসুল আলম প্রধান, রেহেনা আকতার, আনিছুর রহমান প্রমুখ।

 

 

সর্বশেষ খবর