রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বর্ণিল আয়োজনে ‘সাংগ্রাই’র মঙ্গল শোভাযাত্রা

বান্দরবান প্রতিনিধি

বর্ষবরণ ঘিরে এখন বর্ণিল পাহাড়ি জনপদ বান্দরবান। পাহাড়ে তিন সম্প্রদায়ের বড় আয়োজনগুলোর একটি সাংগ্রাই। বৃহত্তর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব শুরু হয়েছে গতকাল। এ উপলক্ষে সকালে শহরের রাজারমাঠ এলাকা থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। মারমা সম্প্রদায়ের পোশাকে হাজারো মানুষের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠে শোভাযাত্রা। অংশ নেয় মারমা, ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারী-পুরুষসহ বাঙালিরা। সরকারের পার্বত্যবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং শোভাযাত্রায় নেতৃত্ব দেন।

 

সর্বশেষ খবর