মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ধুঁকছে ফরিদপুর-রাজবাড়ী রেল

৬৪ স্টেশন মাস্টারের স্থলে আছেন ১৩ জন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-রাজবাড়ী রেলরুটে জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে। লোকবল সংকটসহ নানা সমস্যার মধ্যদিয়ে চলছে এ অঞ্চলের রেলের যাত্রীসেবা। ফরিদপুর-রাজবাড়ী এবং রাজবাড়ী-ভাটিয়াপাড়া রেলপথে ২২টি স্টেশনে ৬৪ জন স্টেশনমাস্টার থাকার কথা থাকলেও আছেন মাত্র ১৩ জন। ১৫টি স্টেশনে নেই কোনো মাস্টার। জানা গেছে, জনবল সংকটের কারণে ইতোমধ্যে কয়েকটি স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন কিছু স্টেশন করা হলেও সেগুলো চালু করা যাচ্ছে না। স্টেশনগুলোতে রয়েছে নিরাপত্তা ঝুঁকিও। রাজবাড়ী রেলওয়ে সূত্র জানায়, রাজবাড়ীর কালুখালী ও গোপালগঞ্জ রেলপথ উদ্বোধন করা হয় ২০১৩ সালে। আর ফরিদপুর-রাজবাড়ী রেলপথ নতুন করে চালু হয় ২০১৪ সালের শেষ দিকে। তখন থেকে রেলপথ দুটিতে স্টেশনমাস্টারসহ অন্য পদে জনবল নিয়োগ দেওয়া হয়নি। ডেপুটেশনে জনবল দিয়ে কয়েকটি স্টেশনের কাজ চালানো হচ্ছে। ফরিদপুর-রাজবাড়ী রেলপথে স্টেশন রয়েছে সাতটি। এই রেলপথের দূরত্ব ৩০ কিলোমিটার। এ সব স্টেশনের মধ্যে শুধু রাজবাড়ী, পাচুরিয়া ও ফরিদপুরে স্টেশনমাস্টার রয়েছেন। রাজবাড়ীতে চারটি পদের বিপরীতে কর্মরত আছেন দুজন আর ফরিদপুরে তিনটির বিপরীতে ডেপুটেশনে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। পাচুরিয়াতে দুজন স্টেশনমাস্টার থাকলেও অপর চারটিতে কোনো মাস্টার নেই। বর্তমানে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেললাইন বসানো হলেও কেবল ফরিদপুর পর্যন্ত ট্রেন চলছে। জনবল সংকট এবং নানা কারণে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চালু করা যাচ্ছে না। অপরদিকে রাজবাড়ী-ভাটিয়াপাড়া রেলপথে রয়েছে ১৫টি স্টেশন। এই পথের দূরত্ব ৯৪ কিলোমিটার। ১৫টি স্টেশনের মধ্যে শুধু চারটিতে মাস্টার রয়েছেন। বাকি ১১টিতেই স্টেশনমাস্টাার শূন্য। সংকট রয়েছে অন্য পদের জনবল। রাজবাড়ী রেলস্টেশন মাস্টার তন্ময় কুমার জানান, এখানে একজন মাস্টার ও দুজন সহকারী স্টেশনমাস্টার প্রয়োজন। কর্মরত আছে মাত্র দুজন। তাছাড়া স্টেশন চালাতে শুধু মাস্টারই নয় অন্য পদে জনবল জরুরি। মাস্টার ছাড়াও পোর্টার, বিশ্রামাগার এটেনডেন্ট, কেবিনম্যান, ট্রেনের ক্লার্ক ও স্টেশন সহকারী পদে জনবল সংকট রয়েছে বলে জানান তিনি। রেলওয়ে পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, জনবল না থাকায় স্টেশনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ইতোমধ্যে পূর্বাঞ্চলের ১২৪টি রেলস্টেশনের ৫২টি বন্ধ হয়ে গেছে। মাস্টার না থাকায় স্টেশনের নিরাপত্তা সমস্যাও দেখা দিচ্ছে। প্রতিনিয়ত স্টেশনগুলো থেকে চুরি হচ্ছে নানা সামগ্রী। আশপাশের গেটগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। আবার স্টেশনে টিকিট বিক্রি না হওয়ায় কমে গেছে রাজস্ব।

 

 

সর্বশেষ খবর