মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

জলোৎসবে মেতেছে পাহাড়

রাঙামাটি প্রতিনিধি

জলোৎসবে মেতেছে পাহাড়

বৈসাবির আমেজ শেষ হতে না হতে পাহাড়ে শুরু হয়েছে জলোৎসব। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মারমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব এটি। নাম সাংগ্রাই। মারমা ভাষায় ‘রিলংপোয়ে’। বিশ্বজুড়ে এর পরিচিতি জলোৎসব নামে। জলোৎসব ঘিরে হাজারো মানুষের সমাগম ঘটেছে রাঙামাটিতে। মারমা সম্প্রদায় ছাড়াও উৎসবে যোগ ছিয়েছে চাকমা, ত্রিপুরা, খিয়াং, গুর্খা, অহমিয়া, তঞ্চঙ্গ্যা, উসুই, লুসাই, চাক, রাখাইন, খুমী, বমসহ বাঙালি জনগোষ্ঠীর নারী-পুরুষ। রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে গতকাল জলোৎসব অনুষ্ঠান উদ্বোধন করেন দীপংকর তালুকদার এমপি। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহেমুদ, কর্নেল শামসুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর