শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ছাড়া পেলেন সেই দিনমজুর

বিদ্যুৎ বকেয়া মামলায় জেল

কুমিল্লা প্রতিনিধি

ছাড়া পেলেন সেই দিনমজুর

কুমিল্লার মুরাদনগরে ঘরে কেরোসিনের কুপি জ্বললেও বিদ্যুতের বকেয়া বিলের জন্য হাতকড়া পরিয়ে বুধবার কারাগারে পাঠানো হয়েছে এক দিনমজুরকে। ভুক্তভোগী আব্দুল মতিন মিয়ার (৪৫) বাড়ি উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামে। বিষয়টি জানাজানি হলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চান্দিনা অফিস দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত দল গতকাল ঘটনাস্থল পরির্দশন করে এর সত্যতা পেয়েছে। দুই দিন কারাগারে থাকার পর গতকাল সন্ধ্যায় ছাড়া পেয়েছেন আব্দুল মতিন। জানা যায়, কর্মকর্তাদের যোগসাজশে বিদ্যুৎ সংযোগের জন্য মতিনের ছবি পাল্টিয়ে একই এলাকার সফিকুল ইসলামের ছবি লাগিয়ে দেয়। ২০১৫ সালে মতিন মিয়ার নামের মিটারটি সফিকুল ইসলামের ঘরে সংযোগ দেওয়া হয়। সফিকুল ১৭ মাস বিল বকেয়া রাখে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর