বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

কাপ্তাই হ্রদে ৯২ দিন মাছ ধরা যাবে না

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি কাপ্তাই হ্রদে মাছধরার ওপর নিষেধাজ্ঞা আসছে ১ মে থেকে। নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে ৩১ জুলাই পর্যন্ত। রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে বিশেষ সভায় গতকাল এ সিদ্ধান্ত হয়।

রাঙামাটি জেলা প্রশাসক এএকেএম মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙামাটি কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র ব্যবস্থাপক কমান্ডার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল ও রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলধারা ও বাংলাদেশের প্রধান মৎস্য উৎপাদন কেন্দ্র কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু ও প্রাকৃতিক প্রজনন, বংশ বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে হ্রদে এলাকায় সকল প্রকার মাছ আহরণ, সংরক্ষণ, বিপণন, শুকানো ও পরিবহণ নিষিদ্ধ থাকবে।

সর্বশেষ খবর