বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সিংড়া জাতীয় উদ্যানে শকুন অবমুক্ত

দিনাজপুর প্রতিনিধি

প্রকৃতির ভারসাম্য রক্ষায় সিংড়া জাতীয় উদ্যানে সাতটি শকুন অবমুক্ত করা হয়েছে। দেশে বিলুপ্ত ও বিপন্ন প্রায় শকুন রক্ষায় গত চার বছর আগে আইইউসিএন বাংলাদেশ ও বন বিভাগ যৌথ ভাবে একটি প্রকল্প গ্রহণ করেছে। উদ্ধার পূর্বক চিকিৎসা এবং পুনর্বাসন শেষে শুকুনগুলো আবার প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়। সেগুলো ফিরে যায় তাদের নিড়ে। সিংড়া জাতীয় উদ্যানে আনুষ্ঠানিক ভাবে গতকাল সাতটি শকুন অবমুক্ত করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. বিল্লাল হোসেন। শকুন প্রকল্পের মুখ্য গবেষক এ বি এম সারোয়ার আলম দিপু জানান, বিভিন্ন এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধার হওয়া শকুন সিংড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ খবর