শিরোনাম
বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

পাহাড়ধসে প্রাণহানি এড়াতে লিফলেট

রাঙামাটি প্রতিনিধি

পাহাড় ধস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় করণীয় সম্পর্কে জানাতে সড়কে দাঁড়িয়ে লিফলেট বিতরণ করলেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। এ সময় তিনি আসন্ন বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা এড়াতে সাধারণ মানুষকে সচেতন হওয়ারও আহবান জানান। জেলা প্রশাসক কার্যালয়ে সামনে গতকাল দুপুরে এ কার্যক্রম পরিচালন করেন তিনি। রাঙামাটি সদর সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. রফিক, রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও জেলা সদরের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন। এ আগে জেলা প্রশাসক কার্যালয়ে বিশেষ সভায় পাহাড়ধস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসক বলেন, প্রশাসন মানুষকে সচেতন করতে নানাভাবে কাজ করছে।

সর্বশেষ খবর