বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বেহাল দশা

লক্ষ্মীপুরে ৭৫ স্কুলভবন ঝুঁকিপূর্ণ, ঝরে পড়ছে শিক্ষার্থী

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বেহাল দশা

ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় মাঠে চলছে ক্লাস। লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণীমোহন বিদ্যালয় থেকে তোলা ছবি

লক্ষ্মীপুরে বেহাল অবস্থা প্রাথমিক শিক্ষা ব্যবস্থার। অনেক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের অভাবে পাঠদান চলছে খোলা আকাশের নিচে। কোথাও ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে শিক্ষা কার্যক্রম। অধিকাংশ বিদ্যালয়ে নেই খেলার মাঠ। ফলে এ জেলায় প্রতিবছর পাঁচ শতাংশ শিশু প্রাথমিকেই ঝরে পড়ছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোর নতুন তালিকা তৈরিসহ সমস্যাগুলোর সমাধানে কাজ চলছে। জানা যায়, লক্ষ্মীপুর সদরের চর রমনী মোহন ইউনিয়নে ১৯৪১ সালে স্থাপিত হয় পশ্চিম চর রমণীমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০১৩ সালে বিদ্যালয়টিকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে উন্নীত করা হয়। বর্তমানে এ বিদ্যালয়ে ৭ শতাধিক শিক্ষার্থী ও ১১ জন শিক্ষক রয়েছেন। ২০১৮ সালে পুরাতন দুটি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে পাঠদানসহ সব কার্যক্রম বন্ধ করে দেয় শিক্ষা অফিস। এতে আটটির মধ্যে ছয়টি কক্ষই বন্ধ হয়ে যায়। বাকি দুটি কক্ষের একটিতে শিক্ষকদের অফিস আর অন্যটি শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাধ্য হয়ে খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান। এছাড়া বিদ্যালয় আঙ্গিনায় অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর টয়লেটের দুর্গন্ধেও বিঘ্নিত হয় ছাত্র-ছাত্রীদের মনোসংযোগ। শুধু এ বিদ্যালয়ই নয়, প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে লক্ষ্মীপুর জেলায় এমন ঝুঁকিপূর্ণ বিদ্যালয় সংখ্যা ৭৫টি। নতুন তালিকায় সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. সালেহ। আগামী  দুই বছরের মধ্যে অবকাঠামো উন্নয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা। এদিকে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ে শিশুদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা। অনেক শিশু ভয়ে স্কুলে আসতে চায় না। অধিকাংশ বিদ্যালয়ে নেই খেলার মাঠ, খেলাধূলার সামগ্রী। ঝরে পড়ার কারণ হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা দায়ী করেছেন দরিদ্রতা ও নদী ভাঙনকে।

সর্বশেষ খবর