বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

চাঁদা না পেলে আছাড় মারে হাতি

কিশোরগঞ্জ প্রতিনিধি

চাঁদা না পেলে আছাড় মারে হাতি

চাঁদা না দেওয়ায় শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মেরে এক ব্যক্তিকে জখম করেছে হাতি। এ ঘটনায় মাহুতসহ কয়েকজনের নামে মামলা হয়েছে। ঘটনাটি ঘটে। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আগরপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার কুলিয়ারচরের বিভিন্ন হাট-বাজার, দোকানে ও যানবাহনে মানুষের কাছে হাতি দিয়ে চাঁদাবাজি করছিলেন এনামুল নামে এক ব্যক্তি। আগরপুর গ্রামের অটোরিকশা চালক আবদুল বাতেন মিয়ার সামনে হাতি নিয়ে আসেন মাহুত। কৌশলে তার কাছে চাঁদা দাবি করা হয়। বাতেন চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় এনামুলের ইশারায় হাতিটি বাতেনকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মারে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন বাতেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ঘটনার পর হাতিটি প্রায় পাগলের মতো হয়ে সারা এলাকায় দৌড়াতে থাকে। একপর্যায়ে আগরপুর থেকে প্রায় ২/৩ কিলোমিটার দূরে সালুয়া ইউনিয়নের মাছিমপুর গ্রামে এসে একটি পুকুরের পানিতে নামে হাতিটি। ঘটনার পর স্থানীয় লোকজন হাতির মাহুত এনামুলকে আটক করে কুলিয়ারচর থানায় সোপর্দ করেন।

সর্বশেষ খবর