শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

নীলফামারীতে বাউল গানে মুগ্ধ শ্রোতা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে বাউল গানে মুগ্ধ শ্রোতা

নীলফামারীতে বটতলায় বাউল গানের উৎসব -বাংলাদেশ প্রতিদিন

জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাউল গানের আসর। বুধবার সন্ধ্যায়  সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের ডুহুলী নেহালী ডাঙ্গার বটতলায় বসে এ গানের আসর। বাউল শিল্পী দুলাল রাজবংশী ও আলী হোসেন মনোমুগ্ধকর বাউল গানের আসর জমায়। এ সময়  বটতলায় গান শুনতে বিভিন্ন বয়সের শ্রোতারা ভিড় জমান। বাদ যায়নি নারীরাও। নতুন প্রজন্মের অনেকেই দেখেনি এমন আসর। তারাও দেখে মুগ্ধ। ডুহুলী নেহালী ডাঙ্গা গ্রামের আশিকুল ইসলাম বলেন, হারিয়ে যাওয়া বাউল গানগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য এমন উদ্যোগ অত্যন্ত জরুরি। এক সময় ডুহুলী নেহালী ডাঙ্গার বটতলা বাউল গান, যাত্রাপালা, পালা গান, মাটিয়া গান, জারি গানের আসর বসতো।  আজ তা হারিয়ে গেছে। জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার কেএম আরিফুজ্জামান বলেন, এক সময় বটতলায় বসতো বাউল গানের আসর। সুস্থ ধারার বাউল গানকে ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগে শিল্পকলা একাডেমি আয়োজন করছে বটতলাকেন্দ্রিক বাউল গানের আসর।

সর্বশেষ খবর