শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

গার্মেন্টে হামলা লুট মামলা, গ্রেফতার ৪

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে জৈনপুরী পীর এনায়েত উল্লাহ আব্বাসীর ছোট ভাই নেয়ামত উল্লাহ আব্বাসীর নেতৃত্বে বৃহস্পতিবার রাতে পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। ওই রাতেই এইচএন এপারেলস লি. নামে পোশাক কারখানার কর্মকর্তা মো. মহিউদ্দিন বাদী হয়ে নেয়ামত উল্লাহ আব্বাসীসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড়শ’ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন। ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ। মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় নেয়ামত উল্লাহ আব্বাসীর নেতৃত্বে আমির উদ্দিন, মঞ্জুর রহমান, হাসানুর রহমান, ইমরান হোসেন, ফয়সাল, কাউসার, চঞ্চল, রাব্বি, শিবলু, রোমানসহ অজ্ঞাত ১৫০ জন দলবদ্ধভাবে লাঠি, লোহার রড, বল্লম, শাবল, হ্যামার নিয়ে এইচএন এপারেলস লিমিটেডের টিনশেড বিল্ডিংয়ের প্রিন্ট ফ্যাক্টরির দেয়াল ভেঙে ভেতরে ঢুকে কারখানার ১০ লাখ টাকার ক্ষতি করে।

এছাড়া কারখানার প্রিন্টিং কেমিক্যাল, প্রিন্টিং মেশিন, কিউরিং মেশিন, কার্টন রোলসহ ১০ লাখ টাকা মূল্যের সামগ্রী লুট করে।

সর্বশেষ খবর