রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বিএনপির নির্বাচিতদের সংসদে আসা উচিত

-এ বি তাজুল ইসলাম

বাঞ্ছারামপুর প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম বলেছেন, বিএনপি এখন নিজেদের ঘর সামলাতে না পেরে অন্যকে দোষারোপ করছে। জনগণের কাছে দায়বদ্ধতার কারণেই নির্বাচিত এমপিরা সংসদে যেতে শুরু করেছেন। বিএনপি থেকে যারাই নির্বাচিত হয়েছেন, তাদের প্রত্যেকের সংসদে এসে কথা বলা উচিত এবং কেন্দ্রীয় নেতাদের উচিত নির্বাচিত এমপিদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া। বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে গতকাল তিনি এসব কথা বলেন। এমআর মাসুদের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জুয়েল আহমেদ এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন সরকার। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সিরাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান +নুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আব্দুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, মাহমূদুল হাসান ভূইয়া,  সৈয়দ আ. আজিজ বক্তৃতা করেন।

সর্বশেষ খবর