শুক্রবার, ৩ মে, ২০১৯ ০০:০০ টা

আতঙ্কের নাম টিলাধস

প্রাণহানির শঙ্কা নীরব প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আতঙ্কের নাম টিলাধস

বর্ষা এলেই প্রতি বছর সিলেটে দেখা দেয় টিলাধসে প্রাণহানির শঙ্কা। কিন্তু প্রতিবারই এই শঙ্কাকে খুব একটা আমলে নেয় না প্রশাসন। অন্যবারের মতো এবারও এই ঝুঁকিতে থাকা লোকজন নিয়ে কোনো মাথাব্যথা নেই প্রশাসনের। পাহাড়-টিলার পাদদেশে বসবাসরত লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে বা সতর্ক করার কোনো উদ্যোগই এখন পর্যন্ত নেওয়া হয়নি। খোঁজ নিয়ে জানা যায়, সিলেট মহানগরীর কয়েকটি এলাকা এবং সিলেট জেলার অন্তত ৮টি উপজেলায় পাহাড়-টিলার পাদদেশে ঝুঁকি নিয়ে প্রায় ১০ হাজার মানুষ বসবাস করছেন। সিলেট মহানগরী,  জৈন্তাপুর, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজারসহ বিভিন্ন উপজেলায় পাহাড়-টিলার পাদদেশে কয়েক হাজার মানুষ ঝুঁকি নিয়ে বাস করছেন। পরিবেশ অধিদফতর সিলেটের উপপরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন জানান, বৃষ্টির মৌসুমের আগেই মোবাইল কোর্টের অভিযান চালিয়ে টিলার পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় অবৈধভাবে বসবাসকারী ও তাদের মূল হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর