শুক্রবার, ৩ মে, ২০১৯ ০০:০০ টা

এক পলক

স্ত্রীকে হত্যায় মৃত্যুদন্ড

ফেনীতে যৌতুকের জন্য স্ত্রী রেহানা আক্তারকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মোর্তুজাকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ গতকাল এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত মোর্তুজা সদর উপজেলার দমদমা গ্রামের আবদুল মুনাফের ছেলে।

-ফেনী প্রতিনিধি

বাল্যবিয়েকে লাল কার্ড

বাল্যবিয়েকে লাল কার্ড দেখিয়ে ইভটিজিং এবং মাদকের বিরুদ্ধে শপথ নিয়েছে নাটোরের নলডাঙ্গার কালিগঞ্জ উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীরা। গতকাল  শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক শাহরিয়াজ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন আবুল হাসনাত, রজাউল করিম রেজা প্রমুখ।-নাটোর প্রতিনিধি

জঙ্গিবাদ রোধে সেমিনার

নোয়াখালীতে তরুণদের সন্ত্রাস ও জঙ্গিবাদের কুফল সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারে আবদুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস। -নোয়াখালী প্রতিনিধি

অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরায় ৬৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শহরের ভায়নার মোড় থেকে ভিটাসাইর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা ভূমি কর্মকর্তা সিতেশ সরকার।-মাগুরা প্রতিনিধি

সাপের দংশনে মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় সাপের দংশনে শাহিনুর বেগম এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কলাতলা গ্রামের আনোয়ার হোসেন মাতুব্বরের স্ত্রী। -ভাঙ্গা প্রতিনিধি

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর