শনিবার, ৪ মে, ২০১৯ ০০:০০ টা

শিমুলিয়ায় স্পিডবোট ডুবে একজন নিহত, আহত ১০

‘ফণী’র নিষেধাজ্ঞা অমান্য

মাদারীপুর প্রতিনিধি

ঘূর্ণিঝড় ‘ফণী’র নিষেধাজ্ঞা অমান্য করে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে স্পিডবোট চলতে গিয়ে ট্রলারের সঙ্গে সংঘর্ষে স্পিডবোট ডুবে এক যাত্রী নিহত ও এক শিশু নিখোঁজ রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ যাত্রী। দুর্ঘটনার পর নিষেধাজ্ঞা অমান্য করায় ৯ জন স্পিডবোট চালককে আটক করেছে পুলিশ। জানা যায়, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ। লঞ্চ সম্পূর্ণ বন্ধ থাকলেও শিমুলিয়া পার থেকে গভীর রাত পর্যন্ত স্পিডবোট চলাচল করতে দেখা যায়। এ দিন সন্ধ্যা থেকে সব ফেরি বন্ধ হয়ে গেলে যাত্রীর চাপ বেড়ে যাওয়ার সুযোগ নেয় স্পিডবোট চালকরা। রাত ১০টার দিকে শিমুলিয়া ঘাট থেকে স্পিডবোটে ২০ জন যাত্রী নিয়ে আল আমিন নামে এক চালক কাঁঠালবাড়ি ঘাটে রওনা করে। স্পিডবোটটি কাঁঠালবাড়ি ৪ নং ফেরিঘাট এলাকায় এলে ট্রলারের সঙ্গে ধাক্কা লাগে। স্পিডবোটটি ডুবে অন্তত ১১ যাত্রী আহত হন। আহতদের মধ্যে তিনজনকে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে মুরাদ (২৫) নামে এক যাত্রী মারা যান। এ ছাড়া নিখোঁজ রয়েছে আমির হামজা (৬) নামে এক শিশু। নিখোঁজ আমিরের মা, বাবা ও ভাই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত মুরাদ ঢাকার বাড্ডার খিলবাড়ির টেক এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

 

 

 

সর্বশেষ খবর