শনিবার, ৪ মে, ২০১৯ ০০:০০ টা

মুসল্লিদের বিক্ষোভ, পুলিশের গুলি

পয়লা বৈশাখকে বেদাত বলায় খতিব বরখাস্ত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাসপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওমর ফারুককে বরখাস্তের প্রতিবাদে ও তাকে পুনর্বহালের দাবিতে মুসল্লিরা বিক্ষোভ মিছিল করেছেন শুক্রবার জুমার নামাজের আগে ও পরে। এ সময় পুলিশের গুলিতে আপন, মোহাম্মদ আলী ও মাহাফুজ গুলিবিদ্ধ হয়েছে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুসল্লিরা জানান, গত পয়লা বৈশাখের পূর্বের জুমা ও পরের জুমার নামাজের খুতবার আগে খতিব কোরআন সুন্নাহর আলোকে পয়লা বৈশাখের বেদাতগুলো তুলে ধরেন এবং এ নিয়ে বিশদ আলোচনা করেন। আলোচনায় তিনি বলেন, শিরক যিনি করবেন ও যিনি প্রশ্রয় দেবেন তারা কুফরি করবেন। ওই ব্যক্তি বাবা হোক, ভাই হোক, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যেই হোক তিনি কুফরির মধ্যে পড়ে যাবেন। এ বক্তব্যকে ঘিরে মসজিদ কমিটির ৪ সদস্য গত শনিবার খতিবকে জুমার নামাজ পড়াতে নিষেধ করেন এবং চাকরি থেকে অব্যাহতির কথা অবগত করেন। এতে মুসল্লিরা ক্ষুব্ধ হন এবং প্রতিবাদে শুক্রবার ১২টার দিকে মসজিদের গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা করেন।

সর্বশেষ খবর