শনিবার, ৪ মে, ২০১৯ ০০:০০ টা

উৎস শর্ট সার্কিট, ক্ষতি ৫৩১ কোটি টাকা

কুমিল্লা প্রতিনিধি

উৎস শর্ট সার্কিট, ক্ষতি ৫৩১ কোটি টাকা

কুমিল্লা ইপিজেডের আর এন স্পিনিং মিলে অগ্নিকা-ের ঘটনায় গঠিত তদন্ত কমিটি রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টে আগুন লাগার কারণ হিসেবে বৈদুতিক শর্ট সার্কিটের কথা বলা হয়। ক্ষতির পরিমাণ ৫৩১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৭৩৬ টাকা উল্লেখ করা হয়। আগুন লাগার কারণ ও ক্ষতি নিরুপণের জন্য কুমিল্লা জেলা প্রশাসক ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিলেন। উল্লেখ্য, গত ৮ এপ্রিল রাতে কুমিল্লা ইপিজেডের আর এন স্পিনিং মিলের গুদামে আগুন লেগে তা দ্রুত কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকদের সিফট পরিবর্তন হওয়ার কারণে মিলে কর্মরতরা কারখানা থেকে নিরাপদে বেরিয়ে আসায় হতাহতের ঘটনা ঘটেনি। কুমিল্লা নগরীর ফায়ার স্টেশন, ইপিজেড ফায়ার স্টেশনসহ ফায়ার সার্ফিসের ১০টি ইউনিট প্রায় ১০ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

সর্বশেষ খবর