শনিবার, ৪ মে, ২০১৯ ০০:০০ টা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৪৪ দিন ছুটি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গতকাল থেকে ৪৪ দিনের ছুটি শুরু হয়েছে। গ্রীষ্মকালীন অবকাশ, মাহে রমজান, শবে কদর, জুমাতুল বিদা, বুদ্ধপূর্ণিমা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে দীর্ঘ এ ছুটি শেষ হবে আগামী ১৫ জুন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, একাডেমিক ছুটি ৫ মে থেকে শুরু হয়ে ১৩ জুন পর্যন্ত হলেও ৩ ও ৪ মে এবং ১৪ ও ১৫ জুন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় ১৬ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছুটির মধ্যে বিভিন্ন বিভাগ চাইলে বিশেষভাবে ক্লাস-পরীক্ষা নিতে পারবে। তবে শিক্ষার্থীরা না চাইলে নিতে বাধ্য করা যাবে না।

 

সর্বশেষ খবর