রবিবার, ৫ মে, ২০১৯ ০০:০০ টা

চেয়ারম্যানের পিটুনিতে গৃহবধূ হাসপাতালে

লালমনিরহাট প্রতিনিধি

পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাদের বিরুদ্ধে এক গৃহবধূকে মারপিটের অভিযোগ উঠেছে। আহত মাহিমা বেগমকে (৪৫) পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে গতকাল থানায় মামলা হয়েছে। বুড়িমারী উফারমারা গুড়িয়াটারী এলাকায় বুধবার দিবাগত রাতে মারধরের ঘটনা ঘটে। গৃহবধূকে মারধরের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ইউপি চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাদ। তিনি বলেন, ‘অনৈতিক কর্মকান্ডের অভিযোগে গ্রামবাসী ওই মহিলার উপর চড়াও হয়েছিল। জনপ্রতিনিধি হিসেবে বিক্ষুদ্ধ জনতার হাত থেকে রক্ষা করা হয়েছে’। মামলার এজাহারে উল্লেখ করা হয়, কিছুদিন আগে জমি সংক্রান্ত একটি বিচার দিয়েছিলেন ইউপি চেয়ারম্যান নিশাদ। চেয়ারম্যান উল্টো তার প্রতিপক্ষের পক্ষ নেন। এ ঘটনায় মাহিমা বেগম ও তার স্বামী শামসুল হকের সঙ্গে চেয়ারম্যানের বাকবিতন্ডা হয়। তখন মহিমা বেগমের পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেন ইউপি চেয়ারম্যান। এর জেরে চেয়ারম্যানের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাহিমার বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধর করে। পাটগ্রাম থানার ওসি জানান, মহিমা বেগম চেয়ারম্যান নিশাতসহ চারজনকে আসামি করে মামলা দিয়েছেন। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

সর্বশেষ খবর