বুধবার, ৮ মে, ২০১৯ ০০:০০ টা

ভেজাল ঠেকাতে নজরদারি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজারে ভেজাল খাদ্যের সরবরাহ ঠেকাতে বিশেষ নজরদারি কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। এ কর্মসূচি রমজান মাসজুড়ে চলবে। পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাবে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন ব্যবসায়ী নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে শহরের জগৎ বাজার, সড়ক বাজার ও আনন্দ বাজার পরিদর্শন করেছেন। এ সময় তিনি বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলো ঘুরে দেখেন এবং দোকানীদের অহেতুক দাম বৃদ্ধি না করার অনুরোধ জানান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর