বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯ ০০:০০ টা

‘খুন হওয়ার’ ৮ মাস পর জীবিত আটক

পাবনা প্রতিনিধি

‘খুন হওয়ার’ ৮ মাস পর জীবিত আটক

পুলিশের হাতে আটক মিলন হোসেন

জমি নিয়ে বিরোধের জেরে মিলন হোসেনকে (১৮) অপহরণের পর হত্যা করেছে তার চাচারা- এমন অভিযোগে তিন দেবরের নামে গত বছর পাবনা সদর থানায় মামলা করেন মিলনের মা। ‘খুন হওয়া’ সেই ছেলে গত সোমবার ময়মনসিংহ থেকে আটক হয়েছেন। জানা যায় সম্পত্তির লোভে দেবরদের ফাঁসাতে এমন নাটক সাজিয়ে ছিলেন মা- ছেলে। মিলনকে মঙ্গলবার বিকালে হাজির করা হয় পাবনার আদালতে।

পুলিশ জানায়, পাবনা সদর উপজেলার বাদলপাড়া গ্রামের মৃত হজরত আলীর ছেলে মিলন হোসেন। জমি নিয়ে হজরত আলীর স্ত্রী মেরিনা ও ছেলে মিলনের সঙ্গে বিরোধ চলছে দেবরদের। এর জেরে দেবররা মিলনকে হত্যার পর লাশ গুম করেছে বলে গত বছরের ১১ সেপ্টেম্বর আদালতে মামলা করেন মেরিনা। মঙ্গলবার সন্ধ্যায় মিলন পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পাবনা সদর থানার ওসি জানান, গত আট মাসে মিলন নিজেকে মৃত প্রমাণ করতে ময়মনসিংহ, যশোর, সিলেটসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।

 তারা নাটক সাজিয়ে মামলা করেছে, পুলিশকে হয়রানি করেছে। এ সব বিষয় আদালতে তুলে মা-ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হবে।

সর্বশেষ খবর