শিরোনাম
বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯ ০০:০০ টা

খেজুর জব্দের প্রতিবাদ ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ পৌর শহরের ফল বাজারে মেয়াদ উত্তীর্ণ ও পচা খেজুর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে বিক্রেতারা এর প্রতিবাদে বিক্ষোভ এবং এক পর্যায়ে ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রাখে। জানা গেছে, গতকাল বেলা  আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফলবাজারের কয়েকটি দোকান থেকে মেয়াদোত্তীর্ণ প্রায় ১৫ মণ পচা খেজুর জব্দ করেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ। এ নিয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে ব্যবসায়ীদের বাকবিত-া হয়। তারা জব্দ করা খেজুর ফেরত দেওয়ার দাবি জানান। কিন্তু ম্যাজিস্ট্রেট তাদের দাবি মেনে না নেওয়ায় বাজারের সবগুলো ফলের দোকান বন্ধ করে দোকানিরা ম্যাজিস্ট্রেটের গাড়ি ঘিরে রেখে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের মুখে ফলবাজার সংলগ্ন গণপূর্ত বিভাগের অফিসার্স কোয়ার্টের গাড়ি নিয়ে ঢোকেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ফল দোকানিরা প্রায় এক ঘণ্টা তাকে সেখানে অবরুদ্ধ রেখে বিক্ষোভ করেন। সুনামগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আমরা মেয়াদোত্তীর্ণ ও পচা খেজুর জব্দ করতে শুরু করেছিলাম। জনস্বাস্থ্যের জন্য হুমকির কারণ হতে পারে এমন মালামাল ভোক্তা অধিকার আইন অনুযায়ীই জব্দ করা হয়।

সর্বশেষ খবর