শুক্রবার, ১০ মে, ২০১৯ ০০:০০ টা

কসবায় খাল ভরাট, ক্ষতির মুখে ৫০০ বিঘা জমি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কসবায় খাল ভরাট, ক্ষতির মুখে ৫০০ বিঘা জমি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামে কতিপয় ভূমি দখলদার সরকারি খাল ভরাট করে নিজ নিজ বাড়ির আওতায় নিয়ে নিয়েছে। এতে ফসলি মাঠের পানি প্রবাহের পথ বন্ধ হওয়ায় ক্ষতির মুখে পড়েছে ওই গ্রামের প্রায় ৫০০ বিঘা ফসলি। উপজেলার মান্দারপুর গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত গ্রামের প্রধান ক্ষয়ধারা খাল দিয়ে চলতো বড় বড় বাণিজ্যিক নৌকা। কালের বিবর্তনে সেটি সরু হয়ে মরতে বসেছে। মান্দারপুর গ্রামের প্রায় ৫০০ বিঘা ফসলি মাঠের পানি নামে এ খাল দিয়ে। গত কয়েক মাস আগে খালের মুখে বাড়ি নির্মাণ করায় বন্ধ হয়ে গেছে ফসলি মাঠ ও বিলের পানি প্রবাহের একমাত্র পথ। বাড়ির মালিক তাহের মাস্টার জানান, খালের মুখে আমার নিজস্ব জায়গায় বাড়ি নির্মাণ করেছি। পানি নিষ্কাশনের জন্য ১২ ইঞ্চি মাপের একটি পাইপ দিয়েছি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, সরকারি খাল ভরাটের বিষয়ে অভিযোগ পেয়েছি। সার্ভেয়ারকে বলেছি খালের পরিমাপ করার জন্য। দ্রুত খালটি উদ্ধারের ব্যবস্থা করা হবে।

সর্বশেষ খবর