শিরোনাম
সোমবার, ১৩ মে, ২০১৯ ০০:০০ টা

কুমিল্লায় বেড়েছে ডায়রিয়া রোগী

কুমিল্লা প্রতিনিধি

তীব্র দাবদাহে কুমিল্লায় বেড়েছে ডায়রিয়া রোগী। বেড়েছে জ্বর, শ্বাসকষ্ট ও অ্যাজমা রোগীর সংখ্যাও। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ শিশু ও বয়স্ক। প্রতিদিন জেলার হাসপাতাগুলোতে এ সব সমস্যা নিয়ে রোগী ভর্তি হচ্ছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমিল্লা জেনারেল হাসপাতালে রোগীর সংখ্যা অন্য সময়ের চেয়ে বেশি। ভর্তি হওয়া রোগীরা শয্যার অভাবে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। গত ১০ দিনে প্রতিদিন গড়ে কুমিল্লা নগরীর দুটি সরকারি হাসপাতালে ৬০ জন করে তাপজনিত কারণে রোগী ভর্তি হচ্ছেন। যা আগে গড়ে ছিল ১৫-২০ জন। কুমিল্লা জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসক এমএ করিম খন্দকার জানান, অতিরিক্ত গরমের কারণে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেড়েছে। সচেতন হলে এ সব রোগ এড়ানো সম্ভব।

সর্বশেষ খবর