শনিবার, ১৮ মে, ২০১৯ ০০:০০ টা

ঢাকা-পঞ্চগড় বিরতিহীন ট্রেন উদ্বোধন ২৫ মে

পঞ্চগড় প্রতিনিধি

আগামী ২৫ মে শুরু হচ্ছে পঞ্চগড়-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওইদিন সকালে এই ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গতকাল পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন। এ সময় রেলমন্ত্রী জানান ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে দুপুর ১২টা ১০ মিনিটে এবং পঞ্চগড় পৌঁছবে রাত ১০টা ৪৫ মিনিটে। অন্যদিকে পঞ্চগড় থেকে ছাড়বে দুপুর ১২টা ১৫ মিনিটে এবং ঢাকা পৌঁছাবে রাত ১০টা ৩৫ মিনিটে।

 প্রায় এক হাজার যাত্রীর জন্য এই ট্রেনে রয়েছে বিশেষ সুবিধা। ৩০ শতাংশ পঞ্চগড়, ২৫ শতাংশ ঠাকুরগাঁও, ৩০ শতাংশ দিনাজপুর এবং ১৫ শতাংশ টিকিট পার্বতীপুরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। তবে ভাড়া অন্যান্য ট্রেনের মতোই নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

সর্বশেষ খবর