সোমবার, ২০ মে, ২০১৯ ০০:০০ টা

বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন

ক্রয়ের পরিমাণ বৃদ্ধি ও কৃষকের কাছ থেকে ধান কেনার দাবি

প্রতিদিন ডেস্ক

সরকারিভাবে ধান ক্রয়ের পরিমাণ বৃদ্ধি এবং সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে গতকাল বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ সময়ে বক্তারা কৃষকের দুর্দশার কথা তুলে ধরে তাদের রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করেন। প্রতিনিধিদের পাঠানো খবরÑ সুনামগঞ্জ : সরকারিভাবে ধান ক্রয়ের পরিমাণ বাড়ানো, দালাল ও ফড়িয়ামুক্ত পরিবেশে ধান ক্রয় এবং এই প্রক্রিয়ায় কৃষক প্রতিনিধি রাখার দাবিতে খাদ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে জেলা কৃষক লীগ। জেলা প্রশাসকের মাধ্যমে গতকাল এই স্মারকলিপি পাঠানো হয়। স্মারকলিপিতে বলা হয়, সুনামগঞ্জে এবার ১৩ লাখ ২১ হাজার মেট্রিক টন বোরো উৎপাদন হয়েছে। সরকারিভাবে ধান ক্রয় করা হবে মাত্র ছয় হাজার ৫০৮ মেট্রিক টন। জেলায় তালিকাভুক্ত সাড়ে তিন লাখ কৃষক রয়েছেন। যে পরিমাণ ধান কেনা হবে তাতে অধিকাংশ কৃষক সরকারের কাছে ধান বিক্রির সুবিধা থেকে বঞ্চিত হবেন। দিনাজপুর : সরাসরি কৃষককের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয় এবং প্রতিটি ইউনিয়নের হাট-বাজারে ক্রয়কেন্দ্র চালুর দাবি দানিয়েছে বাম গণতান্ত্রিক জোট দিনাজপুর, ওয়ার্কার্স পার্টি ও জাতীয় কৃষক সমিতি। বক্তারা বলেন, চলতি মৌসুমে ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। কৃষককে ক্ষতির হাত থেকে রক্ষার জন্য চার দফা দাবি বাস্তবায়নের আহবান জানান তারা। অন্য দুটি দাবি হলÑ সার, বীজ, কীটনশাকের মূল্য কমানো ও গ্রামেগঞ্জে পল্লী রেশনিং ব্যবস্থা চালু। কিশোরগঞ্জ : করিমগঞ্জ উপজেলা পরিষদের সামনের সড়কে গতকাল মানববন্ধন করেছে কিশোরগঞ্জ জেলা সচেতন নাগরিক সমাজ। অপরদিকে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর চৌরাস্তায় একই দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় কৃষক অধিকার রক্ষা সংগ্রাম কমিটি। বক্তারা ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু এবং সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয়ের দাবি জানান। এ সময় ধান পুড়িয়ে কমমূল্যের প্রতিবাদ করেন তারা।

সর্বশেষ খবর