সোমবার, ২০ মে, ২০১৯ ০০:০০ টা

কলারোয়া ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা, মামলা

সাবেক নেতার চার আঙ্গুল কর্তন

সাতক্ষীরা প্রতিনিধি

জমি দখল নিয়ে কলারোয়ায় সাবেক ছাত্রলীগ নেতার হাতের চারটি আঙ্গুল কেটে ফেলার ঘটনায় উপজেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ সাগর ও সাধারণ সম্পাদক মেহেদি হাসানসহ সাত নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গুরুতর আহত তুষারকে শনিবার রাতে হেলিকপ্টারযোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামি রেজাউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। কলারোয়া থানার ওসি জানান, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। জানা যায়, কলারোয়ার পাটুরিয়া গ্রামে ৩৪ শতক জমি নিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনজুর মোরশেদ তুষারদের সঙ্গে স্থানীয় মন্টুদের বিরোধ চলছে। শনিবার ওই জমিতে মাপজোক করে রাখা সীমানার খুঁটি তুলে দেয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েক নেতা-কর্মী। খবর শুনে তুষার ফোন করে সভাপতি, সাধারণ সম্পাদকের কাছে সীমানার খুঁটি তুলে ফেলার কারণ জানতে চান। পরে তারা কয়েক সহযোগী নিয়ে কলারোয়া বাসস্ট্যান্ডে তুষারের দোকানে এসে তাকে পিটিয়ে আহত করে। দুপুরে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তুষারকে। হাসপাতালে ঢুকে দ্বিতীয় দফায় হামলা চালায়। এ সময় নুরুল কবির বাবু দা দিয়ে তুষারের মাথায় কোপ দেয়। তিনি ডান হাত দিয়ে ঠেকালে হাতের চারটি আঙ্গুল কাটা পড়ে।

সর্বশেষ খবর