সোমবার, ২০ মে, ২০১৯ ০০:০০ টা

ধান সংগ্রহে লুকোচুরি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কোনো প্রচার-প্রচারণা ছাড়াই শনিবার শুরু হয়েছে ধান সংগ্রহ কার্যক্রম। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি (ইউপি চেয়ারম্যান), রাজনৈতিক নেতা বা কৃষক সংগঠনগুলোকেও জানানো হয়নি। উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি কামরুল ইসলাম জানান, কৃষকদের কাছ থেকে ধান ক্রয় কর্মসূচিতে এতো লুকোচুরি কেন। প্রকাশ্যে মাইকিং করে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান ক্রয় করতে হবে। তা না হলে আন্দোলনের ডাক দেওয়া হবে।

উপজেলা খাদ্য ক্রয় কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোফাখখারুল ইসলাম জানান, চলতি মৌসুমে এ উপজেলায় কৃষক প্রতি চারশ কেজি করে মোট ৪৯২ মেট্রিক টন বোরো সংগ্রহ করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর