বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯ ০০:০০ টা

সৈকতে ভেসে আসছে মৃত কচ্ছপ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

সৈকতে ভেসে আসছে মৃত কচ্ছপ

কুয়কাটা সমুদ্র সৈকতে একের পর এক ভেসে আসছে মৃত সামুদ্রিক কচ্ছপ। মারা যাওয়া বিরল প্রজাতির এ কচ্ছপগুলো আগে কখনো দেখেনি স্থানীয়রা। এক একটির ওজন ২০-৩০ কেজি, কোনোটির আরও বেশি। জলপাই রঙের মৃত কচ্ছপগুলোর পিঠে ডোরাকাটা দাগ রয়েছে। চোখ এবং মুখের অংশে আছে কালো শেড। সৈকতের বিভিন্ন পয়েন্টে প্রায় ডজনখানেক মারা কচ্ছপ দেখতে পেয়েছেন স্থানীয়রা। জলবায়ু পরিবর্তন, পানি দূষণ, খাদ্য সংকট এবং উপকূলের কাছাকাছি এসে জালে আটকা পড়ে এরা মারা পড়ছে বলে ধারণা স্থানীয়দের। বনবিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, মৃত কচ্ছপগুলো যাতে করে দুর্গন্ধ না ছড়ায় এ জন্য ব্যবস্থা নেবে বনবিভাগ।

কুয়াকাটা সৈকতের লেম্বুরচর, ঝাউবন, গঙ্গামতি ও কাউয়ারচর এলাকার একাধিক জেলে জানান, গত ৪-৫ দিন ধরে তারা সৈকতে মরা কচ্ছপ দেখতে পেয়েছেন। কুয়াকাটা পৌর মেয়র আ. বারেক মোল্লা জানান, মৃত কচ্ছপগুলো মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো পর্যটকের ক্ষতির কারণ না হয়।

সর্বশেষ খবর