বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯ ০০:০০ টা

৪০ লাখ রেণু জব্দ ১৮ জনের দণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরের শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু (দপদপিয়া ব্রিজ) এলাকা থেকে গলদা চিংড়ির ৪০ লাখ রেণু পোনা বোঝাই দুটি ট্রাকসহ ১৮ জনকে আটক করেছে কোস্টগার্ড ও কোতোয়ালি মডেল থানা পুলিশ। তাদের গতকাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দিন করে কারাদ  দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রবীন শীষ এ আদেশ দেন। জেলা মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, ভোলা ও পটুয়াখালী থেকে গলদা চিংড়ির বিপুল পরিমাণ রেণু পোনা বোঝাই দুটি ট্রাক বরিশাল হয়ে খুলনা ও বাগেরহাট যাচ্ছিল। খবর পেয়ে কোস্টগার্ড ও কোতোয়ালি মডেল থানা পুলিশ দপদপিয়া সেতু এলাকায় অভিযান চালায়।

 ৭৩টি ব্যারেলে ৪০ লাখ গলদা চিংড়ির রেণু পোনা বোঝাই দুটি ট্রাকসহ ১৮ জনকে আটক করে। আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দিন করে কারাদ  প্রদান ও চিংড়ির রেণু কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে। এ সময় বরিশাল বিভাগীয় মৎস্য দফতরের উপপরিচালক ড. মো. অলিয়ুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস ও সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ খবর