শিরোনাম
শুক্রবার, ২৪ মে, ২০১৯ ০০:০০ টা

কর্মসৃজন প্রকল্পে অনিয়ম

ফরিদপুর প্রতিনিধি

কর্মসৃজন প্রকল্পে অনিয়ম

ফরিদপুরের সালথায় ভেকু ও শিশুদের দিয়ে চলছে প্রকল্পের কাজ -বাংলাদেশ প্রতিদিন

জেলার সালথা ও নগরকান্দায় কর্মসৃজন প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সালথা উপজেলার আটঘর ইউনিয়নে ২০১৮-১৯ অর্থবছরে অতিদরিদ্রদের কর্মসৃজন প্রকল্পের কাজ শিশু শ্রমিকদের দিয়ে করানো হচ্ছে। জানা গেছে, ইউনিয়নের কাকলাখোলা পূর্বপাড়া মসজিদ থেকে জেল ভাটা পর্যন্ত রাস্তার কাজে ৫০ জন শ্রমিক নিয়োগ করার কথা থাকলেও কাজ করছেন ১৭ জন। এরমধ্যে ৬ জন শিশু। যাদের বয়স ১২-১৬ বছর। এরা বিভিন্ন স্কুলে পড়ালেখা করে। প্রকল্পের সভাপতি ইউপি সদস্য আক্কাস মিয়া জানান, অল্প টাকা মজুরি থাকায় শ্রমিকরা কাজে আসতে চায় না। এছাড়া গোবিন্দপুর উত্তরপাড়া ব্রিজ থেকে দুর্গাপুর পর্যন্ত রাস্তার কাজে ১০ জন শ্রমিককে পাওয়া যায়। এদের মধ্যে তিনজন শিশু। এ প্রকল্পে ৫০ জন শ্রমিক থাকার কথা। এ প্রকল্পের সভাপতি ইউপি সদস্য আয়নাল মাতুব্বর এলাকায় না থাকায় কাজ দেখভাল করছেন গ্রাম পুলিশ নজরুল ইসলাম। আটঘর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সোহাগ জানান, প্রতিদিন ২০০ টাকার বিনিময়ে কেউ কাজ করতে চায় না। বাধ্য হয়েই কম বয়সীদের দিয়ে কাজ করানো হচ্ছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লিয়াকত হোসেন বলেন, উপজেলার সকল প্রকল্পের সভাপতিদের মিটিংয়ে সাবধান করা হয়েছে, তাতেও কাজ হচ্ছে না। শিশুদের দিয়ে এ কাজ করানো যাবে না। এদিকে সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া কুমার নদ থেকে সাতগুদির বিল পর্যন্ত কাকটা খাল কৃষিকাজের উপযোগী করে পুনঃখনন প্রকল্পে ৭৩ জন শ্রমিক বরাদ্দ দেওয়া হয়েছে। শ্রমিকের পরিবর্তে ভেকু মেশিন দিয়ে খাল খনন করা হয়েছে। এতে সুবিধাবঞ্চিত হচ্ছেন অতিদরিদ্ররা। নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের দুটি প্রকল্পে ২৩৯ জন শ্রমিক কাজ করার কথা থাকলেও, কাজ করছে মাত্র ৫৪ জন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর