শিরোনাম
শুক্রবার, ২৪ মে, ২০১৯ ০০:০০ টা

পাহাড়ে সন্ত্রাস বন্ধের দাবি

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্যাঞ্চলে সন্ত্রাসী কর্মকা- বন্ধ ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম বাঙ্গালী ছাত্র পরিষদ। রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে গতকাল ঘণ্টাব্যাপী  মানববন্ধনে স্থানীয় বাঙালি নারী-পুরুষ অংশ নেন। পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন, আব্দুল মান্নান, ফয়েজ আহমেদ, জুনায়েত আহমেদ প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, পাহাড়ে শান্তি চুক্তির পরও শান্তি ফিরতে দিচ্ছে না কিছু সশস্ত্র সন্ত্রাসী। তাদের কারণে পাহাড়ে গুম, খুন, অপহরণ, মুক্তিপণ, চাঁদাবাজি এখন নিত্যদিনের ঘটনা। তাদের নির্মূল করতে পাহাড়ে পাহাড়ে সেনা ক্যাম্প স্থাপন করতে হবে। মানববন্ধন শেষে করেছে পার্বত্য চট্টগ্রাম বাঙ্গালী ছাত্র পরিষদের নেতাকর্মীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সর্বশেষ খবর