শনিবার, ২৫ মে, ২০১৯ ০০:০০ টা

ব্রিজ ভেঙে পড়ে আছে দেখার কেউ নেই

নেত্রকোনা প্রতিনিধি

ব্রিজ ভেঙে পড়ে আছে দেখার কেউ নেই

ভেঙে পড়েছে ব্রিজটির একাংশ। এরপর কেটে গেছে এক বছর। দীর্ঘদিনেও সেতুটি সংস্কার বা নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। নেত্রকোনার দুর্গাপুর সীমান্তের ভবানীপুর গ্রামে ব্রিজটির অবস্থান। ভারত সীমান্তঘেঁষা এই গ্রামের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম উত্তর ফারংপাড়া বটতলা সোমেশ্বরী নদী তীরের সড়কটি। জনগুরুত্বপূর্ণ এ সড়কের সেতুটি ভেঙে পড়ায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী।  স্থানীয়রা জানান, ভবানীপুর সীমান্তে চলাচলের একমাত্র ব্রিজটির দুটি পিলার দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে। নির্মাণে ত্রুটির কারণে অল্প দিনের মধ্যেই পিলার দুটি ধসে পড়ে বলেও দাবি তাদের। এখন প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রামটি। কয়েকবার জনপ্রতিনিধিদের জানালে তারা দেখেও না দেখার ভান করছেন। এলাকাবাসীর অভিযোগ, সেতুটি চলাচলের উপযোগী না থাকায় বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা যেতে পারছে না সীমান্ত ছড়ি পর্যন্ত। উপভোগ করতে পারছেন না সেখানকার সৌন্দর্য্য।

সর্বশেষ খবর