শিরোনাম
শনিবার, ২৫ মে, ২০১৯ ০০:০০ টা

দেড় লাখ পরিবার পাচ্ছে ভিজিএফের চাল

রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ঈদের আগেই রাজশাহী জেলার পৌরসভা ও ইউনিয়নের অতিদরিদ্ররা পাবে ভিজিএফের চাল। ঈদের আগেই অতিদরিদ্রদের মাঝে এই চাল বিতরণ করা হবে। বরাদ্দকৃত প্রত্যেকটি পরিবারকে ১৫ কেজি করে চাল বিতরণ করা হবে। ইতোমধ্যে ভিজিএফ’র চাল বিতরণের জন্য তালিকা তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আমিনুল হক। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর সূত্রে জানা যায়, রাজশাহী জেলার ১৪টি পৌরসভার জন্য ৭৩৯ মেট্রিক টন চাল বারাদ্দ করা হয়েছে। এ ১৪টি পৌরসভায় কার্ডের সংখ্যা হচ্ছে ৪৯ হাজার ২৯৩টি। এরমধ্যে গোদাগাড়ী, তাহেরপুর, নওহাটা, কাঁকনহাট ও বাঘা পৌরসভার প্রত্যেকটিতে পরিবারের সংখ্যা ৪ হাজার ৬২১টি। এসব পৌরসভার প্রত্যেকটিতে বরাদ্দকৃত চালের পরিমাণ ৬৯ দশমিক ৩১৫ মেট্রিক টন। মুন্ডুমালা, কেশরহাট, চারঘাট, আড়ানী, ভবানীগঞ্জ, পুঠিয়া, দুর্গাপুর ও কাটাখালী পৌরসভায় প্রত্যেকটিতে পরিবারের সংখ্যা ৩ হাজার ৮১টি। এসব পৌরসভায় বরাদ্দ ৪৬ দশমিক ২১৫ মেট্রিক টন করে।

সর্বশেষ খবর