শনিবার, ২৫ মে, ২০১৯ ০০:০০ টা

পঞ্চগড় এক্সপ্রেসর যাত্রা শুরু আজ

পঞ্চগড় প্রতিনিধি

দ্রুতগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’-এর যাত্রা শুরু হবে আজ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। একই সঙ্গে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল রেলওয়ে স্টেশন রাখা হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, ৫৯৩ কিলোমিটার পথ পাড়ি দেবে দ্রুতগামী এই ট্রেনটি। এর মাঝে ট্রেনটি বিমানবন্দর, ঠাকুরগাঁও, দিনাজপুর ও পার্বতীপুরে যাত্রাবিরতি করবে। আগে ঢাকা থেকে পঞ্চগড় আসতে সময় লাগত ১৭ থেকে ১৮ ঘণ্টা। এখন তা অর্ধেকে নেমে আসবে।পঞ্চগড় চেম্বারের সভাপতি আব্দুল হান্নান শেখ বলেন, পঞ্চগড়ের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে এই ট্রেন।  পঞ্চগড় এক্সপ্রেসে ঢাকা থেকে ছাড়বে দুপুর ১২টা ১০ মিনিটে। পঞ্চগড় পৌঁছবে রাত ১০টা ৪৫ মিনিটে। পঞ্চগড় থেকে ছাড়বে দুপুর ১২টা ১৫ মিনিটে ছেড়ে রাত ১০টা ৩৫ মিনিটে ঢাকা পৌঁছবে ট্রেনটি। প্রায় একহাজার জন যাত্রীর জন্য এই ট্রেনে রয়েছে বিশেষ সুবিধা।

যাত্রীদের ৩০ শতাংশ পঞ্চগড়, ২৫ শতাংশ ঠাকুরগাঁও, দিনাজপুরের জন্য ৩০ এবং পার্বতীপুরের জন্য ১৫ শতাংশ টিকিট বরাদ্দ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর