রবিবার, ২৬ মে, ২০১৯ ০০:০০ টা

রাতে গুদামে ঢুকছে চাল কেজিপ্রতি দিতে হয় ঘুষ

চাল সংগ্রহ অভিযান

মাদারীপুর প্রতিনিধি

রাতে গুদামে ঢুকছে চাল কেজিপ্রতি দিতে হয় ঘুষ

মাদারীপুরের রাজৈরে চলতি বোরো মৌসুমে চাল সংগ্রহ অভিযানে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। সংগ্রহ অভিযান উদ্বোধনের আগেই রাজৈরের টেকেরহাট খাদ্যগুদামে ৪০০ মেট্রিক টন চালভর্তি করে রাখায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ১৪ মে বোরো সংগ্রহ অভিযান উদ্বোধনকালে বিষয়টি রাজৈরের ইউএনও সোহানা নাসরিনের দৃষ্টিগোচর হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি ভর্ৎসনা করেন ভারপ্রাপ্ত গুদামরক্ষক গাজী সালাহ উদ্দিনকে। জানা যায়, স্থানীয়ভাবে চাতাল কল মালিকদের সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও সংশ্লিষ্টরা সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা থেকে চাল সংগ্রহ করছে। একাধিক চালকল মালিকের অভিযোগ, গুদামে চাল সরবরাহ করতে কর্মকর্তাদের কেজিপ্রতি ৩-৫ টাকা ঘুষ দিতে হয়। তাদের দাবি, কল মালিকদের স্থানীয়ভাবে ধান সংগ্রহ করে সেই ধান থেকে চাল উৎপাদন করার নিয়ম। সেই চাল সরকারি গুদামে সরবরাহ করতে হবে। কিন্তু গুদামের সংশ্লিষ্ট কর্মকর্তরা তাদের পছন্দের ব্যবসায়ীদের দিয়ে অন্য অঞ্চল থেকে ট্রাকযোগে রাতের আঁধারে চাল গুদামে ঢুকাচ্ছে। আর কাগজেকলমে চুক্তিবদ্ধ মিলারদের নামে চাল সরবরাহ দেখাচ্ছে। অভিযোগ আছে নিম্নমানের চাল সংগ্রহেরও।

সর্বশেষ খবর